এখনও জমেনি বইমেলা (ফটো ফিচার)

1মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। প্রতিবারই এ মেলা হয়ে ওঠে আরও নান্দনিক। সে নান্দনিকতায় অংশ নেন প্রকাশকরাও। সুন্দর করে সাজিয়ে তোলেন নিজেদের প্যাভিলিয়ন বা স্টল। এবার মেলায় প্রায় ছয় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, মেলায় আছে ৪২টি প্যাভিলিয়ন। তবে বইমেলায় দর্শনার্থীদের আগমন ঘটলেও এখনও তেমন জমে উঠেনি বই বেচাকেনা। মেলায় স্টল নিয়েছেন এমন প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতা-পাঠকের চেয়ে এখনও দর্শনার্থীই বেশি! 
বাংলা একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো একুশে গ্রন্থমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ক্রেতারা তাই আশায় আছেন, সামনের দিনগুলোতে মেলা জমে উঠবে। বই বিক্রির ধুম পড়বে। ছুটির দিন ছাড়া প্রতিদিন মেলা খোলা থাকে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবারের ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার কিছু খণ্ড চিত্র:

2

3

4567

8

9

10

11

12ছবি: সাজ্জাদ হোসেন