অমর একুশে গ্রন্থমেলা: বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে সোলায়মান সুখন

সোলায়মান সুখন (ছবি: ফেসবুক)অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে অধ্যয়ন প্রকাশনী থেকে বেরিয়েছে সোলায়মান সুখনের প্রথম বই ‘মস্তিষ্কের ক্যানভাস’। তার কথায়, এটি গল্প কিংবা দর্শনের নয়। সাংঘর্ষিক অনুভূতির সংকলন বলা যেতে পারে। নাগরিক জীবনে অনেক কিছু দেখেও না দেখার অসহায় বহিঃপ্রকাশ। আমার এই বইতে কোনও পক্ষপাত নেই। সাধারণ বাংলাদেশি মস্তিষ্কের নিউরন সেলের বিক্রিয়াগুলো কালো হরফে আঁকার চেষ্টা করেছি।’
সোলায়মান সুখন জানিয়েছেন, কিছুদিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ‘মস্তিষ্কের ক্যানভাস’ বইটির একটি কপি দেওয়ার সুযোগ পেয়েছেন। বইয়ের বিষয়বস্তু শুনে তিনি হেসেছেন। সুখনকে রাষ্ট্রপতি বলেছেন, ‘মোটিভেশন আরও দাও।’
প্রথম বই নিয়ে এমন আরও কিছু কথা বলতে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আসছেন লেখক সোলায়মান সুখন। এই আয়োজন উপস্থাপনা করবেন অভিনেত্রী বন্যা মির্জা। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে এই অনুষ্ঠানে সহযোগিতা করছে পাঠক সমাবেশ।
রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/BanglaTribuneOnline/) থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। দর্শকরাও সোলায়মান সুখনের সঙ্গে ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে।