মেলায় পরমাণু শক্তি বিষয়ক ৩ বইয়ের মোড়ক উন্মোচন

নতুন বই হাতে ইয়াফেস ওসমান

অমর একুশে গ্রন্থমেলায় পরমাণু শক্তি বিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। শনিবার (৯ ফেব্রুয়ারি) তিনি এ তিন বইয়ের মোড়ক উম্মোচন করেন।

বই তিনটি হলো– ‘পরমাণুর দিগন্ত’, ‘পরমাণু শিল্পে বিভিন্ন পেশা’ ও ‘অণুর অপ্রত্যাশিত অভিযান’। এর মধ্যে ‘পরমাণুর দিগন্ত’ ও ‘পরমাণু শিল্পে বিভিন্ন পেশা’ শীর্ষক বই দু’টি রুশ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। আর কমিক বই ‘অণুর অপ্রত্যাশিত অভিযান’ বাংলাদেশে রচিত ও সম্পাদিত।

বই তিনটি যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন- রসাটম। চার রঙে প্রকাশিত সচিত্র ও আকর্ষণীয় এই বইগুলো বইমেলায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টলে (৭৪ এবং ৭৫) পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি আন্তঃসরকারি চুক্তির আওতায় রসাটম পাবনা জেলার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করছে। এ কেন্দ্রে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার ২টি ইউনিট থাকবে।