বিনয় দত্তের সমকালীন কথনমালা ‘এই শহর সুবোধদের’

বিনয় দত্তের গ্রন্থতরুণ লেখক বিনয় দত্তের সমকালীন কথনমালার গ্রন্থ “এই শহর সুবোধদের” প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থ মেলায়। গ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়।

নিজের গ্রন্থ সম্পর্কে বিনয় দত্ত বলেন, এটি মূলত সমকালীন কথনমালার গ্রন্থ। সমকালীন বিভিন্ন বিষয়কে নিরীক্ষার দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়েছে গ্রন্থটিতে। বিগত এক-দেড় বছরে বিভিন্ন বিষয় আলোচিত ছিল, সেই আলোচিত বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় লিখেছি। সেই লেখাগুলো একসাথে সংকলন করা হয়েছে এই গ্রন্থে। গল্পের ঢঙে প্রতিটি লেখা উপস্থাপন করা হয়েছে, যাতে একজন সাধারণ পাঠকও নিজেদের কল্পনায় সেই দৃশ্যপট খুঁজে পেতে পারেন।

এর আগে কথাসাহিত্যিক বিনয় দত্তের “চিলতে মেঘ ও কুহুকেকার গল্প” নামের ছোটগল্পের গ্রন্থ এবং “অমৃতায়ন” নামের উপন্যাস প্রকাশিত হয়েছে। এবার তার সমকালীন কথনমালার গ্রন্থ প্রকাশিত হলো।

সোহরাওয়ার্দী উদ্যান মেলা প্রাঙ্গণের পুথিনিলয়ের স্টলে (৩০১-৩০৩) গ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।