ভাস্কর নভেরাকে নিয়ে সাখাওয়াত টিপুর ‘নভেরার রূপ’

সাখাওয়াত টিপুর গ্রন্থঅমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপুর ‘নভেরার রূপ’। নভেরা ও তার শিল্পকর্ম নিয়ে এ বইটি সাখাওয়াত টিপু রচনা করেছেন। বইটি প্রকাশ করেছে আদর্শ। 

নিজের গ্রন্থ সম্পর্কে সাখাওয়াত টিপু বলেন, বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাসে নভেরা আহমেদের মতো আলোচনা আর কাউকে নিয়ে সাম্প্রতিক সময়ে হয়নি। জীবনের অনেকটা সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই ভাস্করকে নিয়ে আগ্রহের কমতি নেই। তার শিল্পকর্ম থেকে শুরু করে ব্যক্তিজীবন সমান কৌতূহলোদ্দীপক। এজন্যই নভেরাকে নিয়ে আমার এই প্রচেষ্টা।

‘নভেরার রূপ’ বইটিতে রয়েছে শিল্প কীভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনাও জানা যাবে এখানে। শহীদ মিনারের নকশা প্রণয়নে নভেরার ভূমিকা কী ছিল। এছাড়াও বইটিতে রয়েছে সমকালীন আটজন শিল্পীর আঁকা নভেরার পোর্ট্রেট, যা গ্রন্থটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

আদর্শ প্রকাশনার ৫৪৫, ৫৪৬, ৫৪৭ নম্বর স্টলে ‘নভেরার রূপ’ বইটি পাওয়া যাবে। নভেরার শিল্পকর্ম অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী এস এম সাইফুল ইসলাম। বইয়ের মূল্য ৩০০ টাকা।