গারো কিশোরীকে ধর্ষণের মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ধর্ষণরাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে গারো কিশোরীকে ধর্ষণের মামলায় মূল আসামি ইউসুফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার (উপ-পরিদর্শক) মো. নুরুজ্জামান আসামিকে আদালতে হাজির করেন এবং তার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে রাজধানীর কাপ্তানবাজার  থেকে ইউসুফ আলীকে   গ্রেফতার করে।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, অভিযুক্ত ইউসুফ আলী গ্রামীণফোনের আইটি টেকনিশিয়ান। ঘটনার দিন ইউসুফের স্ত্রী বাসায় ছিলেন না। এই সুযোগে গারো কিশোরী ওই গৃহকর্মীকে  ধর্ষণ করে ইউসুফ। ঘটনার পর মামলা হয়। ওই মামলায় ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইউসুফ ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে গুলশান থানার কালাচাঁদপুর এলাকার একটি বাসায় ধর্ষণের শিকার হয় ওই গারো কিশোরী। ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য  কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।