দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়া নেওয়া হচ্ছে কবি আল মাহমুদের মরদেহ

কবি আল মাহমুদ (ছবি- সংগৃহীত)

ঢাকার জাতীয় প্রেস ক্লাব ও বাইতুল মোকাররম মসজিদে জানাজার পর কবি আল মাহমুদের মরদেহ নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর বাইতুল মোকাররমে কবির দ্বিতীয় জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছে লাশবাহী গাড়ি।

কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী ও শ্রুতি লেখক আবিদ আজম জানান, আজ রাতেই নিজ গ্রামে কবির দাফন সম্পন্ন করা হবে।

বায়তুল মোকাররমে কবি আল মাহমুদের জানাজা

এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে কবি আল মাহমুদের মরদেহ নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ঢাকা ‌বিশ্ববিদ্যালয়ের সা‌বেক ভি‌সি এমাজুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কবি আবদুল হাই শিকদার, শহিদুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫ মিনিটে ধানমন্ডি শংকরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আল মাহমুদ।

আরও খবর: 
কবি আল মাহমুদের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

চিরনিদ্রায় কবি আল মাহমুদ