মোহাম্মদপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আটক


রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা মোড় এলাকা থেকে পাথর বোঝাই ট্রাকের ভেতরে  লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এই ঘটনায় পাথর বোঝাই ওই ট্রাকটি জব্দ করেছে র‌্যাব।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তা মোড়ের তালুকদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামন থেকে ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন ট্রাকচালক মো. কামাল হোসেন (৪৫), হেলপার মো. খাইরুল ইসলাম (২৮) এবং মো. রাখেজ মোল্লা (২০)। এসময় ওই ট্রাকে লুকানো অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ও ৬টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব-২।
এ ঘটনায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে একটি পাথর বোঝাই ট্রাক থামানো হয়। এসময় র‌্যাবের উপস্থতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের কেবিনের ভেতরে চালকের সিটের পেছনে ৪ টি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৯৮৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, গাইবান্ধা জেলা থেকে স্বল্প মূল্যে এসব ফেনসিডিল কিনে ঢাকায় সরবরাহ করতে নিয়ে এসেছিল। এ বিষয়ে ট্রাক মালিক জানতেন না। এর আগেও বিভিন্ন সময় গাইবান্ধাসহ দেশের সীমান্তবর্তী জেলা থেকে মালামাল আনার সময় মাদকদ্রব্য (ফেনসিডিল) লুকিয়ে সরবরাহ ও বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসতেন তারা।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ফেনসিডিলের এই চালানটি পৌঁছে দিতে পারলে ৩০ হাজার টাকা পেতেন তারা।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।