দেশে ভাসকুলার সার্জন মাত্র ৩৬ জন, চিকিৎসা ব্যাহত





৩৩৩৩বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, দেশে মাত্র ৩৬ জন ভাসকুলার সার্জন রয়েছেন। এত অল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই দেশে ভাসকুলার সার্জনের সংখ্যা বাড়াতে কার্যকর পদক্ষেপ জরুরি।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক ভাসকুলার সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ রয়েছে। তিন বছর আগে এই বিষয়ে চিকিৎসকদের উচ্চতর শিক্ষার জন্য কোর্স চালু হয়েছে। দেশে রোগীর অনুপাতে ভাসকুলার সার্জনের সংখ্যা অনেক কম। এ-সংক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে ভাসকুলার রোগের চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।’
এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. নরেশ চন্দ্র মন্ডল। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মো. ফিদাহ হোসেন এবং আয়োজন কমিটির সেক্রেটারি ডা. রকিবুল হাসান।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৫০০ চিকিৎসক অংশ নেন। সেমিনারে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ অনেক দেশ থেকে আগত ভাসকুলার সার্জন ভাসকুলার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।