রাজধানীর আগারগাঁওয়ে শিশু ধর্ষণে গ্রেফতার আসামির আদালতে জবানবন্দি





আদালতরাজধানী আগারগাঁওয়ে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক (৪৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পুলিশের (উপপরিদর্শক) আব্দুল বারেক আসামিকে আদালতে হাজির করেন। তিনি আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছি। আটক রাজ্জাক পুলিশের কাছে দাবি করেছেন, তিনি বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসেবে কর্মরত।’
ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১