শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক লেমিনেশনযুক্ত দাওয়াত কার্ড নয়

বিজ্ঞপ্তিশিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক লেমিনেশনযুক্ত দাওয়াত কার্ড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পলিসি ও সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

মাউশির শিক্ষা কর্মকর্তা মো. আফসার উদ্দন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি দেখা গেছে, সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অধিকাংশ সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য প্লাস্টিক লেমিনেশনযুক্ত দাওয়াত কার্ড বিতরণ করা হচ্ছে। প্লাস্টিক লেমিনেশনযুক্ত দাওয়াত কার্ড পরিবেশবান্ধব নয়। এসব কার্ডের প্রয়োজনীয়তাও স্বল্পমেয়াদি। এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিক লেমিনেশনযুক্ত কার্ড তৈরি ও বিতরণ নিরুৎসাহিত করা হলো।’