মেলায় কথাসাহিত্যিক সাগর রহমানের দুটি বই

সাগর রহমানের গ্রন্থঅমর একুশে বইমেলায় লেখক সাগর রহমানের নতুন দুটি বই প্রকাশিত হয়েছে। ‘কৃষ্ণপক্ষের দিনরাত্রি’ ও ‘দুই ভূত, অদ্ভুত’ বই দুটি প্রকাশ করেছে যথাক্রমে অনার্য পাবলিকেশন্স ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
“কৃষ্ণপক্ষের দিনরাত্রি” উপন্যাসটি জীবনের অন্যতম অনুষঙ্গ মৃত্যু এবং কবর বিষয়ে একটি জনপদের নানান বয়সী মানুষের ভাবনা ও জীবনাচরণ, এবং এরই সমান্তরালে একজন গোরখোদক অদ্ভুত মনোবিশ্লেষণ ও পরিণতি নিয়ে লিখা।
“দুই ভূত, অদ্ভুত” বইটি ভূতবিষয়ক দুটি উপন্যাসের সংকলন। উপন্যাস দুটির নাম ‘ভূত কবিদের খপ্পরে, পড়বি যদি ঝক্করে’ ও ‘কবিরাজ ভূত’। প্রচলিত ভূতের গল্পের বাইরে বেরিয়ে এসে এ উপন্যাস দুটোতে সাগর দু’রকমের দুইটি অদ্ভুত গল্প পাঠকের সামনে হাজির করেছেন। মজা ও হিউমারের সংযোগ রচিত উপন্যাস দুটো শিশু-কিশোর হতে শুরু সব বয়সী পাঠকের জন্যই লিখা।
‘ভূত কবিদের খপ্পরে, পড়বি যদি ঝক্করে’ উপন্যাসটিতে দেখা যায় একটি এলাকার ভূতরাজ্য আক্রান্ত হতে যাচ্ছে এক আদি ও ভয়ংকর ছোঁয়াচে রোগে, যার নাম– কাব্য রোগ। এরই প্রসঙ্গে সাগর রহমান হাজির করেছেন রবীঠাকুরের চুরি হয়ে যাওয়া নোবেল পুরস্কারটির হদিসও। আর ‘কবিরাজ ভূত’ উপন্যাসের গল্প এগিয়ে যায় একজন মৃত কবিরাজের আত্মাকে ঘিরে, জীবিতকালে যার ধ্যান-জ্ঞান ছিল মানুষকে ধরে ধরে নানান উৎকট ওষুধ খাইয়ে দেওয়া, ভূত জীবনে দেখা গেলো সেই অভ্যাসটি তো যায়ই-নি, বরং আরও নানান অনুষঙ্গ এসে হাজির হয়েছে। উপন্যাসটিতে এই ভূতকবিরাজের হাত থেকে এলাকাটির মুক্তির উপায় বর্ণনা করা হয়েছে অতি রসিয়ে রসিয়ে।

বইমেলায় কৃষ্ণপক্ষের দিনরাত্রি পাওয়া যাবে অনার্য পাবলিকেশন্সের ৩০৮, ৩০৯ ও ৩১০ নম্বর স্টলে।

দুই ভূত অদ্ভুত পাওয়া যাবে ইত্যাদি প্রকাশনের প্যাভিলিয়ন-১৯এ। এছাড়াও গত মেলায় প্রকাশিত হওয়া তার পাঠকপ্রিয় উপন্যাস ‘হিঁদোলচোরা’ পাওয়া যাচ্ছে অনার্য পাবলিকেশন্সের স্টলে। আর শিশুদের জন্য লিখা মিষ্টি বই ‘টুপটাপের বাড়ি ফেরা’ পাওয়া যাচ্ছে টাপুরটুপুর প্রকাশনীর ৬৯৭ নম্বর স্টলে।