প্রথম দিনে ডাকসুর মনোনয়ন ফর্ম নিলেন ৩১ প্রার্থী

ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রথম দিনে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ প্রার্থী। তবে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

হল সূত্রে জানা যায়, ডাকসু নির্বাচনে ব্যক্তিগতভাবে প্রথম দিনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে– মাস্টারদা সূর্য সেন হলে ৫টি, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে ৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫টি, শামসুন্নাহার হলে ২টি, সলিমুল্লাহ মুসলিম হলে ২টি, বিজয় একাত্তর হলে ১টি, সুফিয়া কামাল হলে ১টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭টি, অমর একুশে হলে ১টি, জগন্নাথ হলে ১টি এবং রোকেয়া হলে ১টি।

এদিন স্যার এএফ রহমান হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে প্রাধ্যক্ষদের অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ফরম নিতে কোনও আর্থিক মূল্য লাগবে না।