বাংলাটেল লিমিটেডের সাবেক ম্যানেজার ওয়াহিদুর রিমান্ডে




আদালতবাংলাটেল লিমিটেডের সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজার মো. ওয়াহিদুর রহমান ভূইয়াকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মাদ জসিম এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেন আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তেরে স্বার্থে তিনি আসামি কে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন।
গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিদেশে পালিয়ে যাওয়ার সময় আসামি ওয়াহিদুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ আটক করে।
রিমান্ড আবেদনে সিআইডি পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘২০১২ সালের ১৫ সেপ্টেম্বর আসামি মো. ওয়াহিদুর রহমান ভূইয়া (৩২) বাংলাটেলের ম্যানেজার ফাইন্যান্স হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ২৬ আগস্ট স্বেচ্ছায় তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। আসামি ওয়াহিদুর রহমান ভারতীয় এয়ারটেল এবং টাটা কমিউনিকেশনের বিল-ভাউচার তৈরি এবং হস্তান্তরের দায়িত্বে ছিলেন।’
তিনি বলেন, গত ২৩ জানুয়ারি বাংলাটেলের অভ্যন্তরীণ অনুসন্ধানে দেখতে পান, আসামি বিল-ভাউচার জাল-জালিয়াতির মাধ্যমে এয়ারটেল এবং টাটা কমিউনিকেশন কোম্পানিতে না পাঠিয়ে মালয়েশীয় দুটি কোম্পানি Tel MoLDS WORLD SDN BHD এবং DAEKL RAYA SDN BHD-এ প্রাইম ব্যাংক বনানী শাখার মাধ্যমে হস্তান্তর করেন, যার পরিমাণ নয় কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।’
এদিন আসামি পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম এবং মাইনুদ্দিন আহমেদ সেলিম। তারা আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আদালতের রমনা জিআরও শাখার পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন এবং বাদীপক্ষের ব্যক্তিগত আইনজীবী মো. মবিনুল ইসলাম, আজাদ রহমান, সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জামিন আবেদনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।