ঝুঁকিপূর্ণ কলকারখানা স্থানান্তরের দাবি ঢাবি শিক্ষার্থীদের





received_287408268594113পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও মৌন মিছিল থেকে এ দাবি জানানো হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চুড়িহাট্টায় লাগা আগুনে ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম ও দোকানের জন্য আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল।
মানববন্ধন থেকে বলা হয়, এমন অগ্নিদুর্ঘটনা কারো কাম্য নয়। সামনে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেজন্য এখনই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এ জন্য চকবাজারের মতো এলাকা হতে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে হবে।
মানববন্ধনের পর একটি মৌন মিছিল বের করা হয়।