ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ গুঁড়িয়ে যায়ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– সাতক্ষীরা জেলার কামালকাটি এলাকার মোজাম্মেল হকের ছেলে আল মামুন (২৪) ও একই এলাকার কালু মিয়া (২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে রাবেয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আনুমানিক ২৫ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটি বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন নামে আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলরা হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়াও এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।