ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সোমবার





ডাকসু নির্বাচন ২০১৯ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সোমবার (২৫ ফেব্রুয়ারি)। গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। তবে শেষ দিন ঘনিয়ে এলেও ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ করবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
অবশ্য ডাকসু নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ছাত্রদলের যারা দলীয় মনোনয়ন কিনেছেন তাদের ভাইভা নেওয়া হচ্ছে।
এদিকে ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি। শেষ দিনে তারা মনোনয়নপত্র নেবেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা বার বার দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের আশ্বাস পাইনি। আগামীকাল পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তারপর নির্বাচনের জন্য মনোনয়ন নিবো কিনা, সিদ্ধান্ত নিবো।’
ছাত্রলীগ রবিবার বিকাল তিনটায় তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে। প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এদিন ঘোষণা করার কথা থাকলেও করেনি। তারা আগামীকাল ঘোষণা করবেন বলে জানিয়েছেন।