দুবাইয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ারের বনভোজন

শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত বনভোজনে অংশগ্রহণকারীরাবাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশের কুইজ ও বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা। 

শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. ইকবাল হোসাইন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমিরাতে পেশাজীবী সংগঠন “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি” পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়েলফেয়ারের সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন– দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নুরে মাহাবুবে জয়া ও প্রথম সচিব (লেবার) ফকির মো. মনোয়ার হোসেন। 

এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বস্থানীয় নেতাদের মধ্যে আইয়ুব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, সাইফুর রহমান, মাহাবুব আলম মানিক, মো. রাজা মল্লিক, মো. আশিক মিয়া, নুরুল আলম, আমিরুল ইসলাম এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।