তবে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিধারা অব্যাহত থাকায় ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও উত্তর এবং দক্ষিণের ৩৬ কাউন্সিলরের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে অধিকাংশ ভেটকেন্দ্রের মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে।
আজ সারাদিনের আবহাওয়া পরিস্থিতি জানতে চাইলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’
তিনি বলেন, ‘পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকায় গত চব্বিশ ঘণ্টায় ৪৯ মিলি বৃষ্টিপাত হয়েছে। আর গত ৬ ঘণ্টায় মাত্র ১ মিলি বৃষ্টিপাত হয়। আগামীকাল পুরোপুরি স্বাভাবিক হবে আবহাওয়া।’
তিনি আরও বলেন, ‘ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’