প্রার্থিতা ফিরে পেলেন প্রগতিশীল ছাত্রজোটের বেনজির





ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের উম্মে হাবিবা বেনজির। শুক্রবার (১ মার্চ) বিকালে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।



এর আগে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকাতে তার নাম বাদ পড়ে। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। গত সোমবার (২৫ ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই জোটের পক্ষ থেকে লিটন নন্দীকে ভিপি এবং উম্মে হাবিবা বেনজিরকে জিএস করে প্যানেল ঘোষণা করা হয়।
উম্মে হাবিবা বেনজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। এ খবর হলের রিটার্নিং অফিসার কামরুন নাহার আমাকে জানিয়েছেন।’
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেনজির প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে তিনি আবেদন করেছিলেন।’
বেনজির ২০১০-২০১১ শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। ২০১৪ সালে তিনি স্নাতক পাস করেন। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে ‘স্পেশাল মাস্টার্স’ কোর্সে ভর্তি হন। রবিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ভর্তির কাজ শেষ করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেখানে তার নাম না আসায় প্রাথমিক তালিকাতে তিনি বাদ পড়েন।