রোকেয়া হল সংসদে প্যানেল ঘোষণা রোকেয়া পরিষদের





রোকেয়া পরিষদঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদের জন্য পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে রোকেয়া পরিষদ। এতে ভিপি (সহ-সভাপতি) পদে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মৌসুমি এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে মনিরা চৌধুরী মিলা প্রার্থী হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা প্যানেল ঘোষণা করেন।
এই প্যানেলের অন্যরা হলেন, সাহিত্য সম্পাদক পদে অনুজীব বিজ্ঞান বিভাগের সানজিদা আফরিন, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ইতু আহমেদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের কমলা মারমা।
হল সংসদে মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। রোকেয়া পরিষদ আংশিক প্যানেল ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘আমি এবং আমার প্যানেলের সবাই স্বতন্ত্র প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন জানাচ্ছি। কারণ আমরা মনে করি তিনি একজন যোগ্যপ্রার্থী। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সাংবাদিকতা ছেড়ে তিনি সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন। আমরা তার সঙ্গে আছি। এছাড়াও আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই যে, আমাদের সঙ্গে কোনও দলের সম্পৃক্ততা নেই। আমরা স্বতন্ত্র প্রার্থী।’

ডাকসুর আরও খবর: প্রার্থিতা ফিরে পেলেন প্রগতিশীল ছাত্রজোটের বেনজির