গোডাউন উচ্ছেদে পুরান ঢাকায় পঞ্চম দিনের অভিযান

পুরান ঢাকায় কেমিক্যাল ও প্লাস্টিক গোডাউন উচ্ছেদ অভিযানরাজধানীর পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনে পঞ্চম দিনের মতো অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত টাস্কফোর্স টিম। মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ৫টি টিম বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অভিযানে টিম-২ এর আওতায় পরিচালিত অভিযানে দুপুর পর্যন্ত ৫টি কেমিক্যাল ও প্লাস্টিক গোডাউনের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান।

পুরান ঢাকায় চলছে কেমিক্যাল ও প্লাস্টিক গোডাউন উচ্ছেদ অভিযানতিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের ৫টি টিম পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত আমার নেতৃত্বাধীন টিম ৫টি গোডাউনের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করেছে।

অপরদিকে সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদের নেতৃত্বে চকবাজার এলাকায় অভিযান চলছে।