কিডনি রোগে বছরে মারা যায় ২৪ লাখ মানুষ





১১১১বিশ্বের প্রায় ৮৫ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং দীর্ঘমেয়াদি এই রোগে প্রতিবছর বিশ্বে ২৪ লাখের বেশি মানুষ মারা যায়। তাই কিডনি রোগ বিষয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
বুধবার (১৩ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রোভিসি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন। ল্যাবএইড হাসপাতাল আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
কিডনি রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিবছরের মতো এবারও ১৪ মার্চ পালিত হবে বিশ্ব কিডনি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কিডনি স্বাস্থ্য—সর্বত্র সবসময়’।
সেমিনারে সূচনা বক্তব্য দেন ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। এতে কো-চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আছিয়া খানম, প্যানেল অব এক্সপার্ট অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর, অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী ও ডা. মো. বাবরুল আলম।
সেমিনারে দেশে কিডনি ট্রান্সপ্লান্টের সম্ভাবনা, কিডনি ডায়ালাইসিসের মান উন্নয়নে করণীয়, রোগের ধরন, প্রকৃতি, ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, সচেতনতাই পারে কিডনি রোগের হার কমাতে।
সেমিনারের বিশেষ অতিথি সংগীতশিল্পী সুবীর নন্দী কিডনি রোগ ও চিকিৎসা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন। সেমিনারটি পরিচালনা করেন কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান।