ক্রাইস্টচার্চে অর্ধশত মুসলিম হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অর্ধ শতাধিক মুসল্লিকে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা করে অর্ধশতাধিক মুসল্লিকে হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে তারা মসজিদের ভেতর নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের হত্যার নিন্দা জানিয়ে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। একইসঙ্গে এ ঘটনার পরে নিউ জিল্যান্ডে বন্ধ করে দেওয়া সব মসজিদ খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নিউ জিল্যান্ডে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে আমরা সে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা জেনেছি যে গতকাল সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সব মসজিদ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি । নিউজিল্যান্ড সরকারের কাছে অনুরোধ করবো যে এই হ্ত্যাকাণ্ডকে যেন সন্ত্রাসী হত্যাকাণ্ড হিসেবে অ্যাখ্যা দেওয়া হয় এবং ভব্যিষতে যেন এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। আর্ন্তজাতিকভাবে প্রতিটি রাষ্ট্রকে জাতিসংঘে নিন্দা প্রস্তাব রাখার দাবি জানান তারা। 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল রহমান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিনসহ আরও অনেকে।