নিউ জিল্যান্ডে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৫

নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় আহত একজনকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছেনিউ জিল্যান্ডে মসজিদে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গেছে। এর আগে ওই হামলায় চারজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাকারিয়া ভুইয়া নামে নিখোঁজ একজন ওই হামলায় মারা গেছেন বলে বেসরকারি তথ্যে জানা যায়। এছাড়া নিহত অন্যরা হলেন, ডা. সামাদ, হোসনে আরা পারভীন, মোজাম্মেল ও ওমর ফারুক।
সোমবার (১৮ মার্চ) নিউ জিল্যান্ড সময় সকাল ১০টায় (বাংলাদেশে রাত ৩টা) নিহত সকলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ডা. সামাদ ও হোসনে আরা পারভীন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ জিল্যান্ডের নাগরিক। আত্মীয়-স্বজনদের ইচ্ছায় সেখানেই তাদের দাফন করা হবে।
নিহত অপর তিনজন বাংলাদেশের নাগরিক। তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। যত দ্রুত সম্ভব তাদের মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হবে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ক্রাইস্টচার্চে দুই বাংলাদেশি নিহত, নিখোঁজ তিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

             নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিখোঁজ ৭ বাংলাদেশি