শাহজালালে স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক

উদ্ধার হওয়া স্বর্ণহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ (ব্রাঞ্চ অপারেশন) রাজিয়া সুলতানাকে (৫০) আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংকের এভিপি পদমর্যাদার কর্মকর্তা রাজিয়া সুলতানার কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৮৭ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। গ্রীন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ককর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মহিলা কর্মকর্তাদের মাধ্যমে তার দেহ তল্লাশি করে "র গোল্ড" আকৃতিতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে রাজিয়া সুলতানা জানান যে, স্বর্ণগুলো তার নিজের নয়। আর্থিক সুবিধার বিনিময়ে তিনি এই স্বর্ণগুলো বহন করছিলেন।

অথেলো চৌধুরী জানান, এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে।