ছাত্রদের সড়ক অবরোধে ভিপি নুরের সংহতি

নুরুল হক নুর

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বিশ্বদ্যিালয়ের ছাত্র নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে আছে। কোনোভাবেই এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।’

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর প্রগতি সরণিতে এসে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে একথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আপনারা দেখেছেন, কোটা  আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে ভাঙচুর চালিয়ে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। এখানেও বাস পুড়িয়ে সাধারণ ছাত্রদের ওপরে দোষ দিতে চেয়েছিল একটি চক্র। কিন্তু সাধারণ ছাত্ররা এই নাশকতার সঙ্গে জড়িত না।’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-বিইউপি’র বাসে উঠতে যাচ্ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর থেকে ওই এলাকার রাস্তা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।