X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কর্মসূচি প্রত্যাহার

ঢাবি প্রতিনিধি
১৪ মে ২০২৫, ২২:২৫আপডেট : ১৪ মে ২০২৫, ২৩:২৩

দীর্ঘ ৭ ঘণ্টা যাবৎ শাহবাগ অবরোধ রাখার পর ডিপ্লোমা নার্সিং পড়ুয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এরপরই কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) রাত ৯টায় শাহবাগ অবরোধ রাখা শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময়  উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরবর্তীতে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন করছিল দীর্ঘ সময় ধরে। চিন্তা ছিল দাবি আদায় করে ঘরে ফেরা। কিন্তু রাত ৯টায় পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করলে একাধিক শিক্ষার্থী আহত হয়। কয়েকজন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত আছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থী বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে। কোনও সহিংসতা বা উসকানি ছিল না। আমাদের দাবি তো অযৌক্তিক না। তাহলে পুলিশ কেন আমাদের মারলো? আমরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছি। এনসিপির পক্ষ থেকে দুজন আমাদের এখানে এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা যদি সরকার থেকে কোনও সিদ্ধান্ত না পাই তাহলে আবার মাঠে নামবো।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনও আশ্বাস না পেয়ে শাহবাগ অবরোধ করেন তারা। দীর্ঘ ৭ ঘণ্টা শাহবাগ অবরোধের পর পুলিশের লাঠিচার্জে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ