দীর্ঘ ৭ ঘণ্টা যাবৎ শাহবাগ অবরোধ রাখার পর ডিপ্লোমা নার্সিং পড়ুয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এরপরই কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) রাত ৯টায় শাহবাগ অবরোধ রাখা শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরবর্তীতে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন করছিল দীর্ঘ সময় ধরে। চিন্তা ছিল দাবি আদায় করে ঘরে ফেরা। কিন্তু রাত ৯টায় পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করলে একাধিক শিক্ষার্থী আহত হয়। কয়েকজন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত আছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থী বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে। কোনও সহিংসতা বা উসকানি ছিল না। আমাদের দাবি তো অযৌক্তিক না। তাহলে পুলিশ কেন আমাদের মারলো? আমরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছি। এনসিপির পক্ষ থেকে দুজন আমাদের এখানে এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা যদি সরকার থেকে কোনও সিদ্ধান্ত না পাই তাহলে আবার মাঠে নামবো।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনও আশ্বাস না পেয়ে শাহবাগ অবরোধ করেন তারা। দীর্ঘ ৭ ঘণ্টা শাহবাগ অবরোধের পর পুলিশের লাঠিচার্জে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।