প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক

প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক

রাজধানীর প্রগতি সরণিতে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিইউপি শিক্ষার্থীর বাসচাপায় নিহতের ঘটনায় আট দফা দাবি আদায়ে আগামীকালের (২০ মার্চ) কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার পর বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যান।

আবরার আহমেদ চৌধুরী নামের ওই শিক্ষার্থীর বাসচাপায় নিহতের ঘটনায় আজ সকাল সাড়ে ৭টার পর থেকে যমুনা ফিচার পার্ক সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান বিইউপির আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার পর থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিইউপির শিক্ষার্থীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা রাস্তা অবরোধ করে রাখায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমপি বাড্ডা জোনের এডিসি আশরাফুল করিম জানান, শিক্ষার্থীরা সাড়ে ৫টার পর রাস্তা ছেড়ে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে এর আগে আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় নিহতের ঘটনায় আট দফা দাবি আদায়ের জন্য আগামীকাল বুধবার (২০ মার্চ) সারাদেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধের আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।