গাউছিয়া মার্কেটে মারধরের শিকার জাবি’র ছাত্রী

ছাত্রীকে মারধর করা কর্মচারী

রাজধানীর গাউছিয়া মার্কেটের একটি অলঙ্কারের দোকানে কেনাকাটা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অলঙ্কারের দাম নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করেন এক সেলসম্যান। এরপর তাকে ওই দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

শুক্রবার (২২ মার্চ) দুপুরের দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামে একটি অলঙ্কারের দোকানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইয়েলো কালেকশনের তিন কর্মচারীকে নিউমার্কেট থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রাশেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ইয়েলো কালেকশনের তিন কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে। দুই পক্ষের কাছ থেকে শুনে ঘটনা যাচাই-বাছাই চলছে।’

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ—শুক্রবার দুপুরে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে গাউছিয়া মার্কেটে যান তিনি। সেখানে ইয়েলো কালেকশনের এক সেলসম্যানের কাছে অলঙ্কারের দাম জানতে চান। এ সময় দোকানের ক্যাশ কাউন্টারে বসা এক ব্যক্তি তাদের বলেন, ‘এক দাম ১০০ টাকা। নিলে নেন, না কিনলে দোকান থেকে বের হয়ে যান।’

এভাবে কথা বলার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তিনি। বাধা দিতে গেলে ওই ব্যক্তি ছাত্রীকে চড় মারেন। এরপর তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।

সেখান থেকে বের হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বান্ধবী পাশের হকার্স মার্কেটে যান। সেখানেও ইয়েলো কালেকশনের ওই সেলসম্যান আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের প্রায় ৩০ মিনিট আটকে রাখেন। পরে নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলে পুলিশ এসে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত আমরা কোনও অভিযোগ পাইনি। ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’