সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করলেন নন-এমপিও শিক্ষকরা

01এক মাসের সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করলেন নন-এমপিও শিক্ষকরা। রবিবার (২৪ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।
তিনি আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, আমাদের একটা মাত্র দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দুঃখ ও দুর্দশার কথা তার সামনে উপস্থাপন করা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তাই সোমবার আমরা কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দিনক্ষণ ঠিক করবো। এই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছি। যদি আশ্বাস বাস্তবায়ন না হয় তবে একমাস পর আবারও আন্দোলনে নামবো।’