ধর্ম প্রতিমন্ত্রীকে অপসারণের দাবিতে মানববন্ধন





৪৪৪৪বায়তুল মোকাররম মসজিদে সালাতু সালাম মাহফিল (মিলাদ মাহফিল)-বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে অপসারণের দাবি জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ। রবিবার (২৪ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করে তারা।
তবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন। বরিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। এটা আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। আল্লাহকে পেতে হলে রাসুল (সা.)-কে পেতে হবে। আর রাসুল (সা.)-কে পেতে হলে তার প্রতি সম্মান জানতে হবে, সালাম জানাতে হবে। আর সালাম জানানোর প্রধান মাধ্যম মিলাদ— এটা আমি বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘যারা আমার সম্পর্কে এমন মন্তব্য করেছেন তারা ভবিষ্যতে আমার সম্পর্কে জেনেশুনে মন্তব্য করবেন। আর প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
বিশ্ব সুন্নী আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ধর্ম প্রতিমন্ত্রী বায়তুল মোকাররম মসজিদে সালাতু সালাম মাহফিল (মিলাদ মাহফিল) পড়তে নিষেধ করেছেন। কিন্তু কোরানের সুরা আহযাব ৫৬ নং আয়াতে আছে, সালাতু সালাম মাহফিল (মিলাদ মাহফিল) ও তাজিমে রেসালাত কেয়াম আল্লাহ তায়ালার নির্দেশ উল্লেখ করেছেন। ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য ঈমানবিরোধী বলে দাবি করেন তারা।
আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবু আবরার চিস্তি, সুফী আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, অ্যাডভোকেট মাঈনুদ্দিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এমি নিশান প্রমুখ।