তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিরপেক্ষ হয়েছে: জানিপপ

369105_138রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ১১টি উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে জানিপপ (জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ)। এই নির্বাচন সামগ্রিক বিচারে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে জানিপপ। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় জানিপপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জানিপপের ৪৭ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ভ্রাম্যমাণ ভিত্তিতে ৬০টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেছেন জানিপপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। নির্বাচনে সাতক্ষীরা সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, এবং দেবহাটা, বরিশালের উজিরপুর উপজেলা, গোপালঞ্জের কাশিয়ানী,মুকসুদপুর, চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া এবং চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও কয়েকটি এলাকায় অবস্থিত নির্বাচন কেন্দ্রে জানিপপের পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণে নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক দেখা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। সামগ্রিক বিচারে এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিপপ মনে করে।