প্রশ্নফাঁসে জড়িতদের বরখাস্তসহ এমপিও স্থগিত করা হবে: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীআসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসহ কোনও অনৈতিক কাজে যুক্ত হলে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক কোনওভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কোনও কাজ করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পরীক্ষাকেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তার এমপিও স্থগিত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য গভর্নিং বডিকে নির্দেশ দিতে হবে। গভর্নিং বডি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রয়োজনে কমিটি বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।’

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে ও এর আগে-পরে সংশ্লিষ্ট কাজের সময়ে কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।