সোনালী ব্যাংকের জিএমসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

দুদকপ্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম), উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ মার্চ) সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

৩৮ কোটি ৭২ লাখ ৩ হাজার ৯৬৮ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থানায় এ মামলা করা হয়।

আসামিরা হলেন– সোনালী ব্যাংক মতিঝিল লোকাল অফিসের সাবেক জিএম ও শাখা ব্যবস্থাপক মো. শওকত আলী, সাবেক ডিজিএম আবদুল কাদির খান, গোডাউন কিপার কাম ক্লার্ক আবদুল মতিন, ফেয়ার কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফখরুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা ইসলাম, মো. বাকের হোসেন, মো. জামির হোসেন, জরিনা আক্তার, মো. ওমর ফারুক, ফেয়ার কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের গোডাউন চৌকিদার মো. সরওয়ার্দি, সাবেক গোডাউন চৌকিদার, দলিল লেখক মো. সানোয়ার হোসেন ও মো. আবদুল ওহাব।