এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযানবনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহত ও দগ্ধ হয়ে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ওই ঘটনায় নিহত শ্রীলঙ্কার নাগরিক নিরস -এর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের কর্মকর্তা বোরহান উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ১১ জন, সিএমএইচে ৫ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, সিটি হাসপাতালে ১ জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুনে নিহতদের শনাক্ত শেষে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বনানী ক্লিনিক থেকে একজন, অ্যাপোলো হাসপাতাল থেকে একজন, ইউনাইটেড হাসপাতাল থেকে তিনজন, সিএমএইচ থেকে চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯