X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ০০:১৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:০৬

 

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ৫৯ জন আহত ও অসুস্থ ব্যক্তি রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

সেখানকার কর্তব্যরত কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে বলেন, এফ আর টাওয়ার থেকে উদ্ধারের পর মোট ৯৫ জনকে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে ৫৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন ৫৯ জনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সিএমএইচ-এ ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ২৩ জন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, বনানী ক্লিনিকে ১ জন, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

কন্ট্রোল রুমের তথ্য মতে, মোট ১৯টি মরদেহ বিভিন্ন হাসপাতালে রয়েছে। এগুলোর মধ্যে ৯টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল:

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জন আগুনের কারণে নানাভাবে আহত হয়ে এবং অপর তিন জন অগ্নিদুর্গতদের উদ্ধার করতে গিয়ে আহত বা অসুস্থ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

তিনি জানান, ঢামেকে আজ বনানীর আগুন লাগার ঘটনায় মোট ১৮ জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর চিকিৎসাধীন রয়েছেন সাত জন।  

উদ্ধারকারীদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের কর্মী। এদের মধ্যে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের স্টেশন অফিসার হাবিবুল্লাহ খানকে (২৯) রাত দশটার দিকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তিনি ঢামেকের জরুরি বিভাগে ভর্তি আছেন।

এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস ও অন্যান্যদের উদ্ধার অভিযান

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুতর অসুস্থ হন ফায়ার ফাইটার উদ্দীপন ভক্ত। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে অসুস্থাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন পাঁচ জন। এরা হচ্ছেন রেজোয়ান, আবু হোসেন, সাব্বির আলী মৃধা, তৌকির ইসলাম ও সবুর খান।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহত সাব্বির আলী মৃধা (২০) বলেন, তিনি পাশের ভবনের আউয়াল সেন্টারের বেঙ্গল ইন্টারনেট কোম্পানির সার্ভিস ম্যান হিসাবে কাজ করেন। এফ আর টাওয়ার আগুন লাগার পর তিনি পাশের ভবন থেকে ঐ ভবনে উদ্ধার করতে যান। সেখান থেকে অনেককে ঘাড়ে করে আরও কয়েকজনের সহযোগিতায় পাশের ভবন দিয়ে নামান, এবং ৫ম তলা থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ছাদে নিয়ে যান। এক নারীকে জীবিত উদ্ধার করেন। সেখানে বিভিন্ন ফ্লোরে গ্লাস ভাঙ্গা থাকার কারণে তার দু'পায়ের তলায় বেশ কয়েক জায়গায় কেটে যায়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতাল বার্নে চিকিৎসা দেওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন সাব্বিরের দু’পায়ে গ্লাসে কেটে গেছে। তিনি আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবার নাম আজিম মৃধা।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

এছাড়াও আহত রেজওয়ান আহামেদ (৩৫) সম্পর্কে চিকিৎসক বলেন, তার শরীরের ৮/১০ শতাংশ দগ্ধ হয়। তার মাথায়, বাহুতে জখম রয়েছে এবং ফ্যাকচার রয়েছে। সর্বোপরি তার অবস্থা আশঙ্কাজনক। তার বাবার নাম মনির হোসেন, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার পৌরসাই গ্রামে।

আর আবু হোসেন (৩৫) এর তেমন কোনও আঘাত নেই, তবে আগুনের ধোঁয়ার শ্বাসকষ্ট হয়। আমরা অক্সিজেন দিয়েছি। তার অবস্থা ভালো। তিনি ১৩ তলায় ছিলেন। আহত আবু হোসেন বলেন, তিনি গ্লাস ভেঙ্গে ১৩ তলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে নিচে নামি। তার বাসা মুগদা।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আগুন নেভানো ও উদ্ধার অভিযান

এর আগে ইনডিকা মারসিনিং (৪৬) নামের  এক শ্রীলংকার নাগরিক কে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানিয়েছেন, তার (ইনডিকা) ডান হাতে একটু কেটে গিয়েছিল, এ ছাড়া তার কোনও ফ্যাকচার নেই। আমার তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। আর এফ টাওয়ারের স্কানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিস এ চাকুরি করেন। তিনি নামতে গিয়ে আহত হন।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান  

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল:

সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের কর্মকর্তা জানান, কুর্মিটোলা হাসপাতালে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। পরে রাত পৌনে আটটার দিকে জানানো হয় হাসপাতালটিতে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জানতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতালটির সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘১২ জন আমাদের এখানে ভর্তি আছেন। বাকিদের মধ্যে চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ‘এখানে যারা ভর্তি আছেন সবার সঙ্গে তাদের স্বজনরা রয়েছেন। তারা কেউই অজ্ঞান অবস্থায় নেই।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দেয় সশস্ত্র বাহিনীও

ইউনাইটেড হাসপাতাল:

হাসপাতালটির তথ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখানে মোট ২৬ জনকে আনা হয়েছিল। এই মুহুর্তে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল:

শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্রন্টডেস্ক অফিসার আজমীর খান বাংলা ট্রিবিউনকে বলেন, বনানীতে আগুন লাগার ঘটনায় আমাদের হাসপাতালে পাঁচজনকে এনে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। কোনও মরদেহ হাসপাতালে নেই।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

বনানী ক্লিনিক:
বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার সার্ভিস ম্যানেজার মোহাম্মদ রিয়াজ খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখানে একজনকে আন হয়েছিল। তাকে মৃত অবস্থায় আনা হয়। চিকিৎসক মৃত ঘোষণা করলে স্বজনরা তাকে নিয়ে গেছেন। এখন কোনও রোগী হাসপাতালে নেই।

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল:
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকার সবগুলো হাসপাতালে মোট ৯৮ জন আহত রোগী ভর্তি হয়েছে। পরবর্তীতে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ৫৩ জন রোগী ভর্তি আছে। আমাদের হাসপাতালে তিনজন এসেছিল। তারা অবজারভেশনে থাকার পর বাসায় গেছে। তাদের ভর্তির প্রয়োজন হয়নি।

অন্য হাসপাতালগুলোর দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।



আরও পড়ুন: 

‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’

 

‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

 

ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

 

সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

 

এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ

 

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 

আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

 

এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

 

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

 

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

 

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 

বনানীর এফ আর টাওয়ারে আগুন

 

/এআইবি/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ