স্পেশাল অলিম্পিককে দুই কোটি টাকা দিলো সমাজকল্যাণ মন্ত্রণালয়

২২২

স্পেশাল অলিম্পিক বাংলাদেশ’কে দুই কোটি টাকা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরীকে এই চেক হস্তান্তর করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এসময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এবছর মার্চে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ২২টি স্বর্ণপদক জয়লাভ করেছে, যা আমাদের সবাইকে গৌরাবান্বিত করেছে। স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেভাবে দক্ষতার পরিচয় দিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন, তা এক কথায় অসাধারণ। প্রশিক্ষণের জন্য আরও কিছু আর্থিক সহায়তা দিলে তারা আরও বেশি সাফল্য বয়ে আনবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ধরনের সহায়তা করে থাকে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান প্রদান করতে পেরে আমরা আনন্দিত।’  

এসময়  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর উপদেষ্টা রুবানা হক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।