রাজধানীর ডেমরায় কলেজছাত্রীর সঙ্গে ইভটিজিংয়ের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। গ্রেফতাররা হলো- মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডেমরা থানা পুলিশের বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান জানান, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ৩টায় কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০টায় ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। এরপর স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার কলেজছাত্রীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
ডেমরা থানা পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ডেমরা বিভাগ।