বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি (ফটো স্টোরি)

রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে বানানো বিজিএমইএ ভবন অবশেষে ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটি ভাঙার জন্য সেখানে গিয়ে মালপত্র সরিয়ে নেওয়ার নোটিশ দেয়। সন্ধ্যায় ভবনের সবগুলো ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেওয়া হয়। ভবনটি নির্মাণ করা হয় ২০০৭ সালে। কয়েকটি পরিবেশবাদী সংগঠনের অভিযোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এবং উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ ভঙ্গ করে বেগুনবাড়ি খালের একাংশ ভরাট করে এ ভবন গড়ে তোলা হয়েছে। 

বিজিএমইএ ভবন

বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি

3

ভবনের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে

সরানো হচ্ছে মালামাল

ভবন ভাঙার সরঞ্জাম

আনা হয়েছে ভবন ভাঙার সরঞ্জাম

 

মালামাল স্থানান্তর

ট্রাকে করে মালামাল সরানো হচ্ছে

ভবনের মালপত্র নেওয়া হচ্ছে অন্য জায়গায়

ভবন ভাঙার খবর পেয়ে অফিস স্থানান্তর