বিজিএমইএ ভবনের মেয়াদ বাড়ানোর আবেদনকারীদের বিচার চান সভাপতি

বিজিএমইএ সভাপতি মো.সিদ্দিকুর রহমান (ছবি: সংগৃহীত)বিজিএমইএ সভাপতি মো.সিদ্দিকুর রহমান বলেছেন,‘আমরা আদালতে মুচলেকা দিয়েছিলাম যে, বিজিএমইএ ভবন ভাঙার জন্য আর মেয়াদ বাড়ানোর আবেদন করবো না, করিওনি। কিন্তু ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হলে অনেকে মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
বুধবার (১৭ এপ্রিল) বিজিএমইএ’র উত্তরার নতুন ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘আদলতের নির্দেশ মেনেই নতুন ভবনে অফিস শুরু করা হয়েছে। তাই কাওরান বাজারের বিজিএমইএ ভবনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করার কোনও প্রশ্নই ওঠে না।’
সিদ্দিকুর রহমান আরও বলেন,‘দেশের পোশাক খাতের উন্নয়নে বিজিএমইএ’র সঙ্গে থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, ফারুক হাসান,এস এম মান্নান কচি।
এদিকে ভবন ভাঙতে ফের এক বছর সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে বিজিএমইএ প্রেসিডেন্টকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাদের সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।
এর আগে, গত ১২ এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙতে আপিল বিভাগের দেওয়া সময় শেষ হয়। তবে এর আগের দিন (১১ এপ্রিল) ভবন ভাঙতে ফের এক বছর সময় চেয়ে আবেদন জানায় বিজিএমইএ। অথচ বিজিএমইএ আর সময় চাইবে না বলে মুচলেকা দিয়েছিল। তাই পুনরায় এক বছর চেয়ে করা বিজিএমইএ’র আবেদন প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।