নুসরাত হত্যার বিচার দাবিতে শাহবাগে প্রতিবাদ সভা (ফটোস্টোরি)

ফেনী সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবাদে অংশ নেন।

শুক্রবার (১৯ এপ্রিল) এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘সাহসী কন্যা নুসরাত মৃত্যুর আগ মুহূর্তেও বিচার চেয়েছে। সারা শরীরে ব্যান্ডেজ চেপে অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতেও শুধু বিচার চেয়েছে। শরীরের ৮০ শতাংশ যার পুড়ে গেছে, সে কতোটা মনের জোরে এই কথা বলতে পারে?’

হত্যার ঘটনায় জড়িত ও হত্যার আগে নুসরাতকে যৌন হয়রানির অপরাধে অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ফাঁসির দাবি জানোনো হয় প্রতিবাদ সভা থেকে।

প্রতিবাদ সভায় অংশ নেয় বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন, রোটারি ক্লাব, উইম্যান জুনিয়র চেম্বার্স, গুলশান সোসাইটি, আইন ও সালিশ কেন্দ্র, নারীপক্ষ, উইম্যান এন্টারপ্রিনার্স অ্যাসোসিয়েশনসহ আরও বেশ কয়েকটি সামাজিক ও নাগরিক সংগঠন। 

৮৯