যাত্রাবাড়ীতে জাটকা জব্দ, সরবরাহকারীর দণ্ড

যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা সংরক্ষণ, বিক্রি ও পরিবহনের অপরাধে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম আনোয়ার হোসেন। শনিবার (২০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।

তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. কুদরত-এ-খুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রাবাড়ী মৎস্য আড়ত এলাকা থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয়। জাটকা সরবরাহের দায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। জব্দ প্রায় ৩শ কেজি জাটকা ১৭টি এতিমখানা ও মাদরাসায় যথাযথভাবে বিতরণ করা হয়েছে।’