শ্রীলঙ্কায় হামলার নিন্দায় হেফাজত নেতা হাসানাত

মাওলানা আবুল হাসানাত আমিনী

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে দুই শতাধিক মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারি ও ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি হামলায় জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তির জন্য শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে আবুল হাসানাত আমিনী বলেন, ‘শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে সিরিজ বোমা হামলাকারীরা মানবতার দুশমন। মানুষ নামের এই হায়েনাদের অন্তরে মানবতার লেশও নেই। বর্বর হামলা চালিয়ে সন্ত্রাসীরা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ হত্যা করে সন্ত্রাসীরা নিজেদের বীরত্ব জাহির করতে চায়। আসলে এরা কাপুরুষ, মানবতাবিরোধী জঘন্য অপরাধী। বিশ্বকে শান্তিময় করতে হলে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’