বিআইডব্লিউটিসির সেই হামির মিয়াকে কারণ দর্শাও নোটিশ

হামির মিয়াবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগের ভাণ্ডার অধীক্ষক হামির মিয়াকে কারণদর্শাও নোটিশ দেওয়া হয়েছে। সংস্থাটির নিজস্ব একটি প্রতিবেদনের সূত্র ধরে ১৬ এপ্রিল বাংলা ট্রিবিউনে ‘ছিল শাস্তির সুপারিশ, পেলেন পদোন্নতি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন ১৭ এপ্রিল সংস্থার চিফ পার্সোনেল ম্যানেজার স্বাক্ষরিত এক অভিযোগপত্রে তার কাছ থেকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব চাওয়া হয়।

জানা গেছে, ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে স্টোর অফিসার হিসেবে যোগ দেন হামির মিয়া। পরে ভাণ্ডার অধীক্ষক পদটি শূন্য হলে অতিরিক্ত দায়িত্ব পান তিনি। ওই দায়িত্ব থাকাকালে সংস্থার সবকিছু ক্রয়ে ৩-৫ শতাংশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কমিশন আদায় করতেন তিনি। কমিশন না দিলে ঠিকাদারের বিলে স্বাক্ষর করতেন না। এছাড়া টাকার বিনিময়ে নিম্নমানের মালামাল নেওয়া, টেকনিক্যাল লোক না হওয়া সত্ত্বেও মালামাল যাচাই কমিটিতে থাকা, সংস্থার অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করানোর কথা বলে ঘুষ আদায় করা এবং নিয়মিত অফিস না করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।