বাংলাদেশে আইএস’র কোনও খলিফা নিয়োগ হয়নি: মনিরুল ইসলাম

বাংলাদেশে আইএস কোনও খলিফা নিয়োগ দেয়নি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উগ্রবাদ নিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘মিট দ্য মনিরুল ইসলাম’ শিরোনামে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস তাদের একটি সাময়িকীতে বাংলাদেশে খলিফা নিয়োগের দাবি করেছিলো। পুলিশের কাছে এমন তথ্য রয়েছে কিনা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের জানা মতে বাংলাদেশে আইএস কোনও খলিফা নিয়োগ করেনি। অন্য কোনও দেশে হয়ে থাকতে পারে। তবে বাংলাদেশে তারা কোনও খলিফা নিয়োগ করেনি।’