তামাকে আসক্ত করে হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কোম্পানিগুলো: শিক্ষা উপমন্ত্রী

১ (6)

বহুজাতিক বিদেশি কোম্পানিগুলো দেশের মানুষের জন্য তামাক সেবনের পথ উন্মুক্ত করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো বিশাল বাজেট নিয়ে তামাক উৎপাদনে নেমেছে। তাদের কৌশলও ভিন্ন। তাই বলে তাদের অর্থবিত্ত আর কৌশলের কাছে হার মানলে তো চলবে না। তামাক নিয়ন্ত্রণে কমিটি গঠন জরুরী।’  

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘বিগ টোব্যাকো টাইনি টার্গেট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপমন্ত্রী বলেন, ‘বহুজাতিক বিদেশি কোম্পানিগুলো তামাক সেবনের পথ উন্মুক্ত করে দেশের মানুষকে তামাক সেবনে আসক্ত করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। তামাক উৎপাদক ও কোম্পানি মালিকরা যাতে শিশু-কিশোরদের ধূমপানে উৎসাহিত না করে সেজন্য তাদের সভা-সেমিনারের মাধ্যমে বুঝাতে হবে।’

তিনি আরও বলেন, ‘জরিমানা করতে হবে সুনির্দিষ্টভাবে, শাস্তি আরোপ করতে হবে, কঠোর হতে হবে। না হলে এর সুব্যবস্থা হবে না।’

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা আহসানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।