হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

যাবজ্জীবনপূর্ব শত্রুতার জেরে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আলামিন বাজারে শাহিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার আরও ১৬ আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। 

আদালতের সংশ্লিষ্ট থানার সহকারী পাবলিক প্রসিকিউটর মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন– সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মো. বাঁধন, রনি কাজী, রাজা খাঁ এবং মাসুদ তালুকদার।

তাদের কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে  আরও দুই মাস বিনাশ্রম কারাভোগের আদেশ দেন। আসামিদের মধ্যে রাজা খাঁ ছাড়া সব আসামি পলাতক। বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন– রনি শিকদার ওরফে কানা রনি, জসিম ওরফে চৌরা জসিম, মুক্তার হাওলাদার, আমজাদ হোসেন, জহুরুল কাজী, শাহীন চৌকিদার, সাব্বির শেখ, শাকিল শেখ, রাসেল হাওলাদার, মিঠু হাওলাদার (মিঠু), জুয়েল মোল্লা, সেতু মোল্লা, রুবেল মৃধা, ভুট্টু চৌকিদার, বাবু খাঁ ও রিমন খাঁ।