নকশা দেখাতে ৯ দিন সময় পেলো ভবন মালিকরা

রাজউকের বিজ্ঞপ্তি

রাজধানীর বহুতল ভবনের নকশা দেখাতে আগামী ২ মে পর্যন্ত মালিকদের সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজউক পরিচালিত বহুতল ভবনের তথ্য সংগ্রহ অভিযান চলাকালে যারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরে বহুতল ভবন সম্পর্কিত তথ্য রাজউকের পরিদর্শন টিম গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শনকালে যেসব ইমারতের মালিক, ডেভেলপার কোম্পানি পরিদর্শন টিমকে নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আগামী ২ মে’র মধ্যে সংশ্লিষ্ট পরিচালক বা অথরাইজড অফিসারের কাছে নকশা জমার দেওয়ার অনুরোধ করা হলো। উক্ত সময়ের মধ্যে নকশা দেখাতে ব্যর্থ হলে সেসব ভবনে নকশা নেই বলে গণ্য করা হবে। এ কারণে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।