রানা প্লাজার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রানা প্লাজার ঘটনায় মানববন্ধনরানা প্লাজা ধসে নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিাল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, রানা প্লাজার ঘটনা কোনও দুর্ঘটনা নয়। এটা মানুষের সৃষ্টি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ক্ষমা করা যায় না। ছয় বছর পার হলেও ঘটনার সঙ্গে জড়িতদের কোনও শাস্তি দেওয়া হয়নি। অনতিবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক।

এ সময় রানা প্লাজার ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, নিহত ও আহতদের মধ্যে যারা এখনও ক্ষতিপূরণ পাননি, তাদের ক্ষতিপূরণ দেওয়া ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানানো হয়।

আইবিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন— আইবিসির মহাসচিব সালাউদ্দিন শপন, ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন প্রমুখ।